স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার মৎস্য অধিদফতরের জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় সম্প্রতি এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ফজলুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কৃষি অফিসার, সিনিয়র মৎস্য অফিসার ও সহকারী মৎস্য অফিসারসহ আরও অনেকে।