মেহেরপুরে বিএনপি নেতা বাদল আর নেই

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বাদল আর বেঁচে নেই। গতকাল শুক্রবার হৃদরোগে আকান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। মরহুম বাদল স্ত্রী,২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বাদল গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে সাভার জেনালের হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে গতকাল বাদ জুম্মা মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। মুজিবনগর উপজেলা জেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বিএনপি নেতা অ্যাড. মোখলেসুর রহমান স্বপন, অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এমএ কুদ্দুসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফনকাজে অংশ নেন।