মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন বাস টার্মিনালে বাস স্থানান্তিরত করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে একটি পরিবহন ফুল দিয়ে সাজিয়ে নতুন বাস টার্মিনালে নেয়া হয়। এ সময় উপস্থিত থেকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ। এর আগে নতুন বাস টার্মিনালের প্রবেশ মুখে ফিতা কেটে ও ফুল দিয়ে সাজানো বাসটিকে স্বাগত জানান।