টিপ্পনী

খবর:(ঝিনাইদহে জিহাদি বই ও ককটেলসহ দুজন আটক)

 

এ রাজনীতির গোলক ধাঁধায়

সব বাবাজিই ঘোরে,

এক ঘাটে খায় নাকান-চুবান

ডাকাত পুলিশ চোরে।

 

এই নীতি যে কেমন নীতি

রাখছে বোমা-গুলি,

ওপরে তো মহান নেতা

মঞ্চে ছাড়ো বুলি।

 

এমন বুলির কদর করা

তা বুঝি বেশ পাপ,

কেল্লাফতে আত্মীয়তা

উঁকুন করো সাফ।

 

আহাদ আলী মোল্লা

 

 

 

Leave a comment