গাংনী পৌর বিএনপি নেতা ইনসারুল হকের সাংবাদিক সম্মেলন

গাংনী প্রতিনিধি: কাউন্সিল ছাড়াই ঘরে বসে গাংনী পৌর বিএনপির কমিটি ঘোষণার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ৯নং ওয়ার্ড পোর কাউন্সিলর ইনসারুল হক ইন্সু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইনসারুল হক ইন্সু বলেন, কমিটি পুনর্গঠনের জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি সভাপতির বেঁধে দেয়া সময়ের মধ্যে পৌর সভাপতি ও সম্পাদক মিলে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে ঠাই দেয়া হয় ত্যাগী নেতাকর্মীদের। কিন্তু ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কাউন্সিল অনুষ্ঠান না করেও ঘরে বসে পৌর বিএনপির কমিটি গঠন করেছেন। ঘোষিত কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের বাসিন্দা। তারপরেও তাকে অগণতান্ত্রিকভাবে সভাপতি ঘোষণা করা হয়েছে। তিনি গাংনী পৌর ওয়ার্ডের ভোটার নন এবং পৌর এলাকার কোনো ওয়ার্ডের কোনো প্রাথমিক সদস্য পদও নেই। মোরাদ আলীকে পৌর বিএনপির সভাপতি ঘোষণা করায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে আমজাদ হোসেনের কার্যালয় ঘেরাও করে রাখে। এতে বিক্ষোভাকারী বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর জের ধরে পৌর বিএনপিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। তাই কেন্দ্রের হস্তক্ষেপের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পৌর বিএনপির কমিটি গঠনের দাবি জানান তিনি।

ইনসারুল হক বক্তব্যে জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আরো বলেন, তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের সাথে অরাজনৈতিক আচরণ করেছেন বিধায় অনেক ত্যাগী নেতা দল ত্যাগ করে আওয়ামী লীগের যোগদান করেছেন। বিগত ১৫ বছর ধরে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি আরো বলেন, বিগত দিনে ২০ দলীয় জোটের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গিয়ে একাধিক মামলা মোকদ্দমায় আসামি হয়ে কারাবরণ করেছেন। দক্ষতার সাথে আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ও ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দিয়ে আসছেন। অথচ সবাইকে বঞ্চিত করে কমিটি ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও দলের জন্য একটি অশনি সংকেত। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মিনারুল ইসলাম, মজিবর রহমান, ফজলুর রহমান, শরিফুল ইসলাম, মিঠুন আলী, বকুল হোসেন, হোসেন আলী, ফজলুল হকসহ পৌর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ গাংনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment