সংস্কারের পর মাথাভাঙ্গা ব্রিজে চলছে সব ধরনের যান

 

স্টাফ রিপোর্টার: সংস্কারের পর গতকাল সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু করে। মালামাল বহন করা ট্রাক ব্রিজে উঠতে দেখে শঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন, মেরামতের পর আপাতত ব্রিজটি ঝুঁকিপূর্ণ বলে ধরে নেয়া হলেও অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

১৯৫৮ সালে নির্মিত চুয়াডাঙ্গা জেলা শহর সংলগ্ন মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা ব্রিজটির মাঝামাঝি স্থানে খণ্ডাংশ ধসে পড়ে। গত পরশু রোববার দুপুরে ব্রিজ ধসে ফুটো হয়ে গেলে আতঙ্ক ছড়াতে থাকে। একই স্থানে বৃত্তাকারে ফাটল দেখা দিলে আতঙ্কের মাত্রা বেড়ে যায়। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী সহকর্মীদের সাথে নিয়ে ব্রিজে উপস্থিত হন। তিনি দ্রুত মেরামতের উদ্যোগ নেন। সন্ধ্যার পর শুরু হয় মেরামতের কাজ। গতকাল সকাল থেকে সকল প্রকারের যানবাহন চলাচল শুরু হলে মানুষের মুখে উঠে আসে ঝুঁকির বিষয়টি। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের তরফে জানানো হয়, আপাতত ব্রিজটি নিরাপদ।

ব্রিজটির মেয়াদ একশো বছর বলে ধরে নেয়া হলেও ৫৭ বছরেই খণ্ডাংশ ধসে পড়ায় দুশ্চিন্তা দানা বাধে। প্রশ্ন ওঠে কেন এমন হলো? মাত্রারিক্ত মালামাল নিয়ে বড় বড় ট্রাক চলাচল ও প্রয়োজনীয় যত্ন তথা সংস্কার-সংরক্ষণের অভাবেই এ দশা হয়েছে বলে মন্তব্য অনেকের।

Leave a comment