কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শেখ জামাল যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে নিজস্ব কার্যালয়ে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার স্বামী পরিত্যক্তা নাসিমা খাতুনকে মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন ক্লাবের সভাপতি শরিফুজ্জামান শরিফ। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ক্লাবের উপদেষ্টা এমএ জলিল, শ্রী শম্ভু গোপাল বসু, সাজেদুল বিশ্বাস মিঠু, ক্লাবের সাধারণ সম্পাদক মেশকাত আলী, আবু সাইদ, হাবিব, জামাল, জাহিদুল, আশরাফুল আহসান, আলাউদ্দিন, মুরসালিন, রকি, আশাদুল হক, মতিয়ার, সাংবাদিক শরিফ রতন প্রমুখ।