চুয়াডাঙ্গায় ভৈরব অঞ্চলের বালিকা ফুটবল শুরু হচ্ছে আজ

 

ক্রীড়া প্রতিবেদক: প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল প্রতিযোগিতা-২০১৩ ভৈরব অঞ্চলের খেলা আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে শুরু হচ্ছে। উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ও পৌর মেয়র। উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে যশোর জেলা ও নড়াইল জেলা দল। ২৮ অক্টোবর চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দল। ২৭ অক্টোবর খুলনা ও সাতক্ষীরা জেলা দল, ২৯ অক্টোবর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা দল। চূড়ান্ত খেলা হবে ১ নভেম্বর।