মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা এবং বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আকতার হোসেন রিন্টুর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে মটর শ্রমিক ইউনিয়নের একক সিদ্ধান্তে মেহেরপুরে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করা রয়েছে। তবে দুরপাল্লার বাস চলাচল করছে। শনিবার দুপুর হতে মেহেরপুর থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাংনী ও মুজিবনগরের উদ্দেশে কোন বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে, মালিক সমিতিকে না জানিয়ে মটর শ্রমিক ইউনিয়নের একক সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ মালিক সমিতি। এর করণ না জানা পর্যন্ত মালিক সমিতিও শ্রমিকদের কাছে গাড়ির চাবি ছাড়বেন না বলে জানিয়েছেন বাস মালিক সমিতির এক সদস্য। সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেন, শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের ব্যক্তিগত সমস্যা নিয়েও গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এটা এক ধরনের প্রহসন ও ক্ষমতার অপব্যবহার। শ্রমিক ইউনিয়নের ক্ষমতা আছে বলেই ছোট-বড় যে কোন ধরণের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে গাড়ি বন্ধ রাখবে এটা মেনে নেয়া যায় না। বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আকতার হোসেন রিন্টু জানান, রাস্তায় গাড়ী চালানের জন্য মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সাতে কথা বললে তিনি চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে তার সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এদিকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, আকতার হোসেন রিন্টুর সাথে টাকা পয়সা পাওনার বিষয় নিয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার বাক-বিতন্ডা হয় এবং এ কারণে তাৎক্ষণিক সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ করা হয়েছে। তবে দুরপাল্লা পরিবহণ চলাচল করছে।