চুয়াডাঙ্গা রেলপাড়ার মাঠ থেকে এক তরুণীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞাত পরিচয় এক তরুণীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের রেলপাড়ার একটি মেহগনি বাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মেহগনি বাগানে আনুমানিক ২৫/২৬ বছর বয়সী এক তরুণীর গলায় হলুদ রঙের ওড়নার ফাঁস দেয়া লাশ দেখে এলাকাবাসী খবর দেয় । নিহতের পরনে লাল পায়জামা ও ছাপা বোরকা আছে।

জিআরপি পুলিশের এএসআই খোরশেদ আলম জানান, ঘটনাস্থল রেললাইন থেকে ৫০ গজ দুরে হওয়ায় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশের ধরণ দেখে প্রাথমিকভাবে হত্যা বলেই মনে হচ্ছে। নিহতের পরিচয় উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।