মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর-মনোহরপুর গ্রামবাসীর উদ্যোগে হাজি রহিম বকস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফতেপুর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শুক্রবার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফতেপুর একাদশ ৪-০ গোলে কুতুবপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী ফতেপুর একাদশের পলাশ ২টি ও দিদার ১টি গোল করে। এছাড়া আরো ১টি আত্মঘাতী গোলে ফতেপুর একাদশের পাল্লা ভারি করে।