মেহেরপুর গাংনীতে মৎস্য চাষীকে জবাই করে খুন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মৎস্য চাষী আজিজুল ইসলামকে (৪৭) জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দেবীপুর-ঝোড়াঘাট মাঠে পুকুর পাহারার সময় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুকুরের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কোন কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ। নিহত আজিজুল দেবীপুর গ্রামের মৃত সাদের আলী বক্সের ছেলে। নিহত স্ত্রী ফুলজান খাতুন জানান, গ্রামের মাঠের মধ্যে একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করেন। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাত বারটার দিকে বাড়ি থেকে পুকুর পাহারার উদ্দেশ্যে বের হন। সকালে গ্রামের লোকজন এসে হত্যার খবর দেয়। কি কারণে এ খুন করা হয়েছে তা বুঝতে পারছেন না তিনি। পরে গাংনী থানা পুলিশের এক দল মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বড় ছেলে কাওছার আহম্মেদ জানান, তার পিতা ১৫ বছর সৌদি প্রবাসের পর বছর চারেক আগে দেশে ফিরে কৃষি কাজ করতেন। কারো সাথে কোন বিরোধ কিংবা প্রকাশ্য শত্রুতা ছিলো না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি আরব পাড়ি জমানের আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত ছিলেন আজিজুল। ওই সময়ে তার নামে গাংনী থানায় একাধিক মামলাও ছিলো।

ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, খুনের কোন ক্লু পুলিশের হাতে আসেনি। তদন্ত করে খুনের রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটকও হয়নি।