স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে প্রতিবেশীর দায়ের কোপে এক দিনমজুর খুন হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হালসাপাড়ার মৃত ইউসুফ মালিতার ছেলে ফজলে হক (৪৫) জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে প্রতিবেশী মৃত আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে দিনমজুর ফরজন আলী (৫৫)’কে ধারালো দা দিয়ে এলাপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ফরজনের মৃত্যু হয়। এ সময় খুনি ফজলে ধারালো অস্ত্র হাতে নিয়ে মাঠের দিকে পালিয়ে যায়। দামুড়হুদা পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত আলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিহতের স্ত্রী সাবেরা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।