কুষ্টিয়া প্রতিনিধি: ‘অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে’ এ স্লোগান সামনে রেখে গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় নানা আয়োজনে কুষ্টিয়ায় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে বিআরবি গ্রুপের কারখানা চত্বরে মালিক-শ্রমিকদের উপস্থিতিতে জাতীয় ও ইন্ডাস্ট্রির পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মজিবর রহমান। বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, বিআরবি গ্রুপের শিল্প প্রতিষ্ঠান এমআরএস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়। এ সময় কারখানার সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীসহ দেশ-বিদেশ থেকে আসা অতিথিরা উপস্থিত ছিলেন।