জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদাহ ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ বাজারে অবস্থিত লাল মিয়ার চাতালে এ পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্যদের পরিচয় তুলে ধরেন। নবগঠিত কমিটির নেতৃত্বে হাসাদাহ বিএনপিকে আরো সুসংগঠিত হওয়াসহ আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন আব্দুস সালাম, সাইদুর রহমান, পাভেল মোহাম্মদ, আ. রব. ছয়েদুল ইসলাম প্রমুখ। এ সময় নবগঠিত কমিটির সদস্যসহ হাসাদাহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।