ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও ককটেলসহ ২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ এলাকার জামায়াত পরিচালিত দিশারী ইনস্টিটিউটে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই ও ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ২৪০টি জিহাদি বই ও ৭টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হল-ইনস্টিটিউটের পরিচালক জামায়াত নেতা ইসমাইল হুসাইনের ছেলে শরিফ হুসাইন (২৮) ও কেয়ারটেকার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলী ব্যাপারীর ছেলে আবুল বাশার (২৫)।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা শহরের হামদহপাড়ার দিশারী ইনস্টিটিউটে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিপুল সংখ্যক জিহাদি বই ও ককটেল সংগ্রহ করা হয়েছে। এ খবরের ভিত্তিতে গত পরশু রাতে সেখানে অভিযান চালিয়ে এসব মালামালসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে সদর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।