স্টাফ রিপোর্টার: পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, রাজধানীর দারুসসালামের চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ায় জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ শক্রবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে ইব্রাহিম মোল্লার নামাজে জানাজা শেষে আইজিপি এ কথা বলেন।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতার মাসুদ নিজেকে জমায়াত-শিবির কর্মী বলে স্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নামাজে জানাজা শেষে ইব্রাহিম মোল্লর লাশ তার গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে।