কলাবাড়ি-রামনগর ফুটবলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়ী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও সিংহাটি ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে সিংহাটি ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন হাফিজুর রহমান, ইকতিয়ার রহমান ও আলো। দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করায় সকল খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাস উদ্দিন সুজন।
এ দিকে দুর্বল রেফারিঙের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু। তিনি বলেছেন, নিম্নমানের রেফারিঙের কারণেই খেলা প্রায় আধা ঘণ্টা স্থগিত থাকে এবং কমিটির লোকজন মাঠে ঢুকে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের কয়েকজন খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।