ইসলাম রকিব/বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গায় আন্তঃথানা আইজিপি কাপ অনূর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতায় দামুড়হুদা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ ও দামুড়হুদা উপজেলা ক্রীড়া একাদশের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা উপজেলা ক্রীড়া একাদশ ৭১-২৮ পয়েন্টে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থা ৭৬-১৭ পয়েন্টে জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উত্তীর্ণ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন দামুড়হুদা দলের নাজিদুল ইসলাম।
খেলা পরিচালনা করেন ইসলাম রকিব, ইকতিয়ার রহমান, ওবাইদুর রহমান জোয়ার্দ্দার, ফজলুল হক লোটন, হাফিজুর রহমান ও মেহেরুল্লাহ মিলু। স্কোরার ছিলেন আজিজুর রহমান শীল। খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থা কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হুমায়ন কবীর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কোচ রোকনুজ্জামান রোকন, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, যুগ্মসম্পাদক সেলিম উদ্দিন বগা, দামুড়হুদার টিম ম্যানেজার বখতিয়ার হোসেন বকুল প্রমুখ।