চুয়াডাঙ্গা জেলা পানব্যবসায়ী সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পানব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। মিরাজুল হককে সভাপতি ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরি কমিটি গঠন ছাড়াও ৯ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা পানব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার পানব্যবসায়ীদের এক সভা মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের কার্যকরি জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি করা হয়েছে জিনারুল হক, হাফিজুর রহমান, ময়নুল মিয়া ও লিটুকে। সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আমিরুল হক, আব্দুল লতিফ মিয়া, কোষাধ্যক্ষ আজিজুল হক, সহকোষাধ্যক্ষ মনা মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরজ আলী শেখ, সহসাংগঠনিক সম্পাদক ফজলু এলাহী, দফতর সম্পাদক সামসুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বখতিয়ার রহমান, সহধর্মবিষয়ক সম্পাদক মো. আলীম, সমাজকল্যাণ সম্পাদক আল মামুন, সহসমাজ কল্যাণ সম্পাদক শান্তি মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. হাসান ও সহসাংস্কৃতিক সম্পাদক মো. শাহিন। এছাড়া কার্যকরি সদস্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন তুহিন, বকুল, গাজী, আসাদুল হক আশা, মানু, ছালামিন, আব্দুল আলীম, মনা মিয়া, আশরাফুল হক, আসলাম উদ্দীন ও শাহিন।

উপদেষ্টা পরিষদে যাদেরকে রাখা হয়েছে তারা হলেন শ্রী বিরেন্দ্রনাথ সাহা, সাজেদুল ইসলাম, আব্দুল আলীম মিয়া, আতিয়ার রহমান, আসকার আলী, মোহন কুমার দেবনাথ, আসাদুল হক, শাহিদুল ইসলাম ও সঞ্জয় কুমার সাহা।