দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে চার চোরাচালানীকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯৬ নং মেন পিলারের নিকট থেকে তাদের আটক করেন। আটক ওই চার চোরাচালানীরা হলো দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের দয়ালের ছেলে রমজান আলী (৪০), একই গ্রামের রাজুর ছেলে সমশের আলী (২০), আকতার আলীর ছেলে জসিম উদ্দিন (২৫) ও আশাদুলের ছেলে নাজমুল (২০)। তাদের সকলের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলাপূর্বক গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।