মেহেরপুর সদর বারাদী বাজার কমিটির আয়োজনে আলোচনাসভা

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরের বারাদী বাজার কমিটির উদ্যোগে আলোচনাসভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাজার কমিটির সভাপতি হাজি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বর্তমান বাজার কমিটির মেয়াদ এক বছর পুর্তিতে বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন কমিটির ক্যাশিয়ার আনিসুর রহমান। বাজারের বর্তমান অবস্থা, সমস্যা সমাধান ও বাজারের উন্নয়ন ভাবনা নিয়ে সার্বিক আলোচনা করেন কমিটির সেক্রেটারি সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আহসান ও শফিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মুরাদ। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।