দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার ৭ ইউনিয়ন ও দর্শনা পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জি. মোখলেসুর রহমান তরফদার টিপু। গতকাল বৃহস্পতিবার সকালে ও বিকেলে দর্শনা পুরাতন বাজারে দামুড়হুদার নতিপোতা, নাটুদাহ, কার্পাসডাঙ্গা, পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, হাউলী, জুড়ানপুর ও দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে টিপু তরফদার বলেন, দেশ আজ চরম বিপর্যয়ের মুখে। দেশের মানুষকে বিপদমুক্ত করতে বিএনপি সরকারের কোনো বিকল্প নেই। তাই এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার হটাও দুর্বার আন্দোলন গড়ে তোলার। সেই সাথে দলকে আরো শক্তিশালী করতে সকলে এগিয়ে আসি। পৃথক দুটি সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, সহসভাপতি জহুরুল ইসলাম, আ. রব, বিএনপি নেতা আশরাফুল আলী, আ. গণি, নাফিজ আক্তার, আ. হাই, জিন্নাত, আবুল বাসার, সুলতান আলী, ফজলুল হক, মজিদ মোল্লা, আবুল কালাম, মাসুদ রানা, রাজ্জাক, সোহরাব, নুর ইসলাম, বিল্লাল, ডা. হায়দার প্রমুখ।