টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার হাকিমপুরে টিআর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ)

 

ফাঁকি মেরে চাল খাবে কতো কাল

কান কাটা বাবু তুমি,

নিয়ে নিয়ে ফাও সারা কাল খাও

ফাঁকে পড়ে যতো উমি।

 

গরিবের হক খেয়ে টকাটক

মোটা করো মেদ ভুঁড়ি,

দিনে দিনে তাই ভুঁড়ি ফুলে যায়

যেন কাঁঠালের গুঁড়ি।

 

হয়ে যাবা শেষ ভালো হও বেশ

পগারে পড়ো না হাতি,

দুদকের হাত ধরে কুপোকাত

জ্বেলে দেবে লাল বাতি!

 

আহাদ আলী মোল্লা

 

 

 

Leave a comment