কয়টি সিম রাখা যাবে : সিদ্ধান্ত আসছে
স্টাফ রিপোর্টার: একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি মোবাইলফোনের সিম রাখতে পারবেন সেই সংখ্যা বেঁধে দেয়ার কথা ভাবছে সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছে, যাতে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম বলেন, সিমের মালিকানায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে অপারেটরদের সাথে আলোচনা করেই নেয়া উচিত।
সাঈদীর পূর্ণাঙ্গ রায় শিগগিরই
স্টাফ রিপোর্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে গত বছরের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করে সর্বোচ্চ আদালত। প্রায় এক বছর পর এখন ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। রায় পেলে সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে পুনর্বিবেচনার আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আর অভিযোগ থেকে খালাস দিতে পুনর্বিবেচনার আবেদন হবে সাঈদীর পক্ষ থেকেও। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার দফতর বলছে, সাঈদীর ওই রায় লেখা এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই তা প্রকাশ হবে। এ প্রসঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে ১৫ দিনের মধ্যে আবেদন করা হবে। অপরদিকে সাঈদীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রায় প্রকাশিত হলে অভিযোগ থেকে সাঈদীর খালাস চেয়ে পুনর্বিবেচনার আবেদন করা হবে।
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে বিড়ম্বনায় মুশফিক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ছিলেন একটি ফেসবুক পোস্টে। ‘মুসলিম’ হয়েও হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোর কারণে তার এই পোস্টে বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছে ধর্মীয় মৌলবাদীরা। পোস্ট দেয়ার মাত্র চার ঘন্টার মধ্যে প্রায় সাড়ে সতের হাজার লাইকের পাশাপাশি ৭৫০টি মন্তব্য করেন তার অনুসরণকারীরা। এ পোস্টের বেশির ভাগ মন্তব্য ইতিবাচক হলেও একাংশ মুসলিম হয়ে হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোয় তাকে আক্রমণ করেছে। বেশির ভাগ নেতিবাচক প্রতিক্রিয়া শিপন মির্জা নামের একটি ফেসবুক আইডি থেকে করা হয়েছে যে নিজেকে জামাতে ইসলামি ও যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সমর্থক হিসেবে অভিহিত করে। একটি মন্তব্যে শিপন বলেন, ভাইয়া তুমি আমার প্রিয় খেলোয়াড়দের একজন। তুমি কোরবানির ছবি রিমুভ দাও ভয়ে আর এখন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাও। কি শুরু করেছ এসব?
মনের আনন্দে মাছ ধরছেন রাজ্জাক!
স্টাফ রিপোর্টার: শেষ কবে বড়শিতে মাছ ধরেছি মনে নেই। আজ অনেক দিন পর মাছ ধরলাম। মাছ ধরার সময়টা দারুণ কাটছে। এ এক অন্যরকম অনুভূতি। এ কথা বলেছেন ‘নায়করাজ’ খ্যাত অভিনেতা রাজ্জাক। যশোরে সম্প্রতি তার মেয়ের বাসায় বেড়াতে গিয়ে বহুকাল পর আবারও মাছ ধরার সুযোগ আর অভিজ্ঞতা হয়েছে গুণী এ অভিনয়শিল্পীর। রাজ্জাকের মেয়ে আফরিনা আলম ময়না তার স্বামী এয়ার কমোডর শফিকুল আলমের সাথে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে থাকেন। কিছুদিন আগে তারা ঢাকায় এসেছিলেন রাজ্জাককে দেখতে। যশোর ফেরার সময় রাজ্জাকের মেয়ে ময়না তার বাবা-মা দুজনকেই দিন কয়েকের জন্য তার কাছে নিয়ে যেতে চান। উদ্দেশ্য, বাবাকে নিয়ে ঘুরে বেড়ানো। রাজ্জাকও মেয়ে এবং পরিবারের অন্য সবার সাথে সময় কাটাতে যশোর যেতে রাজি হন। গত বুধবার বিকেলের ফ্লাইটে স্ত্রী লক্ষ্মীকে নিয়ে যশোর পৌঁছান রাজ্জাক। এদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ও সম্রাট তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সড়কপথে বোনের বাসায় যান। সেখানেই এক আনন্দঘন পারিবারিক পুনর্মিলনী হয়েছে তাদের। বাড়তি হিসেবে রাজ্জাক পেয়েছেন মাছ ধরার আনন্দ।