ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলুকদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও নেতৃত্ব বিকাশ বিষয়ে সেলফ হেলফ গ্রুপের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সেলফ হেলফ গ্রুপের সভাপতি মাসুম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহাজাহান, ইউপি সদস্য মনোয়ার হোসেন, হাবলুর রহমান, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মহিবুল হাবীব।