মহেশপুর সংবাদদাতা: মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেড কোয়ার্টার উদ্বোধন হবে ১ নভেম্বর। এ স্থাপনার কাজ দ্রুত এগিয়ে চলছে।
মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের পাশে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন হেড কোয়াটার আগামী ১ নভেম্বর বিজিবির মহাপরিচালক উদ্বোধন করবেন বলে বিজিবি সূত্রে জানা গেছে। এ উপলক্ষে স্থাপনার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিও লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এ ভবন নির্মাণ কাজের তদারকি করছেন। কাজের তত্ত্বাবধানকারী সুবেদার শাহাজালাল জানান, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জন্য ২৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। স্থাপনার মধ্যে রয়েছে সৈনিক ব্রাক, রেস্ট হাউজ, জেসিও ম্যাচ, এমটি গ্যারেজ, কোয়ার্টার গার্ড, বিদ্যুত সাব স্টেশন, জেনারেটর রুম, পানির রিজার্ভ ট্যাংকি ও ম্যাগজিং স্টোর। এগুলো নির্মাণের জন্য প্রায় ২৯ কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে। গত ২০১২ সালের শেষ দিকে তৎকালীন বিজিবির মহাপরিচালক খালিশপুরের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে স্থাপনার কার্যক্রম শুরু হয়।