দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাসস্ট্যান্ড যানজটমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম নুরুন্নবী, শাপলা পরিবহনের প্রধান সময় নিয়ন্ত্রক ইউসুফ আলী ইসা মেম্বার, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, লোকাল পরিবহনের সময় নিয়ন্ত্রক শরীফুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময়কালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার পাশাপাশি মানচিত্র তৈরির মাধ্যমে নির্দিষ্টস্থানে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড নির্ধারণের সিদ্ধান্ত গৃহিত হয়। বিষয়টি জরুরিভিত্তিতে সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের ওপর সকল দায়িত্ব অর্পণ করেন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।