দামুড়হুদায় ছাগল পালন সংরক্ষণ ও উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কালো ছাগল পালন, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, জেলা ছাগল উন্নয়ন খামারের প্রাণিসম্পদ কর্মকর্তা আরমান আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক। উপজেলা প্রাণিসম্পদ দফতরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৩০ জন নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান।