স্টাফ রিপোর্টার: মোটরসাইকেলে এসে ইতালীয় নাগরিক চেজার তাভেল্লাকে খুন করে পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। গুলশানের ৯০ নম্বর সড়কের একটি ভবন থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে। হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের ছবি নিয়ে ঘাতকদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তদন্ত কমিটির কর্মকর্তারা বলছেন, ভিডিও ফুটেজের ছবি অস্পষ্ট হওয়ায় তারা ঘাতকদের শনাক্ত করতে পারেনি। ঘাতকদের শনাক্ত করতে এ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুটার জুয়েল, রুবেল, সোহেল, ফারুক, হাসানসহ ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও প্রকৃত ঘাতকদের কোনো তথ্য বের করতে পারেনি। তবে তদন্ত কমিটি এরপরও দাবি করছে, ইতালীয় নাগরিক খুনের ঘটনার কারণ, এর পেছনে পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করতে পেরেছে।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের দৃশ্য অনুযায়ী গুলশানের ৯০ নম্বর সড়কে ফুটপাতে হাঁটছিলেন তাভেল্লা। এ সময় অজ্ঞাত এক যুবক মোবাইলফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন। ওই যুবক তাভেল্লাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। এ সময় রাস্তার ঠিক বিপরীত পাশে একটি মোটরসাইকেলে দু আরোহী অপেক্ষা করছিলেন। গুলি করার পর অজ্ঞাত ওই যুবক মোটরসাইকেলের দিকে এগিয়ে যায়। ওই যুবক মোটরসাইকেলের দু আরোহীর পেছনে চড়ে পালিয়ে যায়।