আজ বিজয়া দশমী : আগামীকাল প্রতিমা বিসর্জন : চুয়াডাঙ্গা-মেহেরপুরে জনপ্রতিনিধিদের পূজামণ্ডপ পরিদর্শন

মাথাভাঙ্গা ডেস্ক: আজই মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন কৈলাশে। তিথির ফেরে গতবারের মতো এবারও নবমী ও দশমী আজ একই দিনে। শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। বহু মণ্ডপের লাউড স্পিকারে মন্দ্রিত হচ্ছে- ‘নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়….।

আজ চন্দ্রের নবমী তিথিতে সারাদেশে অনুষ্ঠিত হবে মহানবমী ও দশমী পূজা। বিশুদ্ধ দৃকসিদ্ধ পঞ্জিকামতে আজ তিথির প্রথমভাগে নবমী। পূর্বাহ্ন ৭টা ৩৩ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা আরম্ভ হবে। নানা আচারের মধ্য দিয়ে মহানবমী পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এরপরই সকাল ৯টা ৫৭ মিনিটে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন করার মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের শারদীয় দুর্গোত্সব। আগামীকাল শুক্রবার প্রতিমা বিসর্জন।

গতকাল ছিলো মহাষ্টমী। রাতে হয় সন্ধিপূজা। মধ্যাহ্নে ছিলো প্রসাদ বিতরণ। রাতে সন্ধিপূজার আগে সন্ধ্যায় হয় আরতি প্রতিযোগিতা। মহাষ্টমীর সকালে বিভিন্ন মণ্ডপে হয় কুমারী পূজা। দিনভরই চুয়াডাঙ্গা মেহেরপুরের বিভিন্ন মণ্ডপ জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের পরিদর্শন করতে দেখা গেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান সস্ত্রীক গতরাত ৮টার দিকে মালোপাড়া, তালতলার দুটি ও বড়বাজার পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ প্রধানদের সাথে নিরাপত্তা বিষয়েও কথা বলেন তিনি। সাথে সদর থানার ওসি, ওসি তদন্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি উপজেলার ২০টি পূজামণ্ডপ কর্তৃপক্ষের নিকট গতকাল বুধবার ৭ শতাধিক শাড়ি-ধুতি তুলে দেন। অর্থ পূজামণ্ডপের জন্য খরচ করা হবে এবং কাপড় ও ধুতি দুস্থদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও সন্ধ্যায় তিনি জীবননগর পৌর এলাকার পূজামণ্ডপসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক মোল্লা, সোহরাব হোসেন খান, রবি বিশ্বাস, মীর মকলেছুর রহমান টজো, রিজিয়া খাতুন, আসমা খাতুন, রেনুকা আক্তার রিতা, উপজেলা যুবলীগ আহ্বায়ক আ. সালাম ঈশা, প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল গতকাল রাতে উপজেলার উথলী ইউনিয়নের দেহাটি, আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া ও আন্দুলবাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এছাড়া মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষ হতে আর্থিক অনুদান পূজামণ্ডপ কর্তৃপক্ষের তুলে দেন খয়েরহুদা গ্রামের আবুল বাশার টুটুল।

হুইপের পক্ষ হতে শিক্ষক আবুল বাশার ওরফে টুটুল দেহাটি, উথলী ও শিয়ালমারী পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান মণ্ডপ পরিচালনা কর্তৃপক্ষের হাতে তুলে দেন। উখলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন জোয়ার্দ্দার, মশিয়ার রহমান, ইসলাম উদ্দিন, হেলা, প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দর্শনা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দর্শনার ৫টি পূজামন্দির পরিদর্শন করেন। মতিয়ার রহমানের ব্যক্তিগত তহবিল থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়েছে আর্থিক অনুদান। গতকাল বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আ. রাজ্জাক, ইদ্রিস আলী, আতিয়ার রহমান হাবু প্রমুখ। পরে দর্শনা রেলবাজার বটতলা চত্বরে সমবেত হয়ে সমাপনী বক্তব্য দেন মাহফুজুর রহমান মনজু ও মতিয়ার রহমান।

এদিকে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু জেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা শহরের শারদীয় দুর্গোৎসবের দুর্গামন্দির পরিদর্শন করেন। তিনি চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গামণ্ডপ ও চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের দাসপাড়া দুর্গামণ্ডপে গিয়ে সাধারণ মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করেন। পরে তিনি অসুস্থ ছাত্রদল নেতা সুজনের শয্যাপাশে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ছাত্রদল নেতা মামুনের পিতার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও তিনি অসুস্থ শ্রমিক নেতা বজলুর রহমানের বাগানপাড়াস্থ বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, এম জেনারেল ইসলাম, রেজাউল করিম মুকুট, শহিদুল ইসলাম রতন, অ্যাড. শামীম রেজা ডালিম, আবু জাফর মন্টু, আবু জাফর সিদ্দিক, সহিদুল হক বিশ্বাস, শরিফ উর জামান সিজার, এমএ তালহা, মঞ্জুরুল জাহিদ, সুজন মালিক, সুশীল কুমার, আশরাফ বিশ্বাস মিল্টু প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পৌরসভাধীন ১১টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা, ৫০ কেজি চাল ও ১০ কেজি ডাল অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ১১টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের হাতে অনুদান তুলে দেন পৌর মেয়র আলহাজ মীর মহি উদ্দিন।

অপরদিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভাধীন ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। গতকাল বুধবার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলাধীন ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা আ.লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।

 

Leave a comment