ঢাকায় সারা রাত ধরে হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ড ছিল ভেজা। ফলে পঞ্চম ও শেষদিন একটি বলও গড়ায়নি মাঠে। আর বৈরি আবহাওয়ার কাছে হার মেনে অবশেষে ড্রয়েই শেষ হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ঢাকা টেস্ট।
চট্টগ্রামে প্রথম টেস্টটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। তবে সেই ড্র মাঠের লড়াইয়ের মাধ্যমে এসেছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ০-০ ব্যবধানে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলেও তা হয়নি। প্রথম সেশন কেটেছে অপেক্ষায়। দ্বিতীয় সেশনেও একই। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি দেখে কাটিয়ে দিয়েছে দুদলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত দুপুর দু’টার পর দিনের খেলা বাতিল করা হয়। এতে করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ও নিউজিল্যান্ডের শুরু না হতেই ড্র হলো ঢাকা টেস্ট।
আগের দিন সাকিব আল হাসান ও মমিনুল হকের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে শেষ হয়। মমিনুল ১২৬ ও সাকিব ৩২ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন। বৃহস্পতিবার এই জুটির আগে তামিম ইকবালের (৭০) সঙ্গে মমিনুলের ১৫৭ রানের জুটিতে লিড নেয় বাংলাদেশ। টেস্টে তৃতীয় উইকেটে এটিই দেশের সেরা জুটি। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষদিন খেলতে নামবে।
এদিন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই সিরিজে শতক করলেন মমিনুল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা শতক হাঁকিয়েছিলেন তামিম। –
চট্টগ্রামে প্রথম টেস্টটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। তবে সেই ড্র মাঠের লড়াইয়ের মাধ্যমে এসেছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ০-০ ব্যবধানে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলেও তা হয়নি। প্রথম সেশন কেটেছে অপেক্ষায়। দ্বিতীয় সেশনেও একই। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টি দেখে কাটিয়ে দিয়েছে দুদলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত দুপুর দু’টার পর দিনের খেলা বাতিল করা হয়। এতে করে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ও নিউজিল্যান্ডের শুরু না হতেই ড্র হলো ঢাকা টেস্ট।
আগের দিন সাকিব আল হাসান ও মমিনুল হকের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে শেষ হয়। মমিনুল ১২৬ ও সাকিব ৩২ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন। বৃহস্পতিবার এই জুটির আগে তামিম ইকবালের (৭০) সঙ্গে মমিনুলের ১৫৭ রানের জুটিতে লিড নেয় বাংলাদেশ। টেস্টে তৃতীয় উইকেটে এটিই দেশের সেরা জুটি। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষদিন খেলতে নামবে।
এদিন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই সিরিজে শতক করলেন মমিনুল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানা শতক হাঁকিয়েছিলেন তামিম। –