মাটি খোঁড়ার সময় মিললো বাক্সভর্তি গুলি

স্টাফ রিপোর্টার: রাজবাড়ির বাসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি বাগানে মাটি খোঁড়ার সময় মাটির নিচে গুলিভর্তি একটি বাক্স পাওয়া গেছে। বাক্সটিতে ৮৮৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উদয়পুর গ্রামের বাসিন্দা ওলি মোল্লার মেহগনি বাগান খোঁড়ার সময় এগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাক্সটি মুক্তিযুদ্ধের সময় মাটির নিচে রাখা হয়েছিলো।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দাসূত্রে জানা গেছে, মেহগনি বাগান থেকে গাছের চারা তুলছিলেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের শাবল একটি বাক্সের সাথে আটকে যায়। কৌতূহলী শ্রমিকেরা বাক্সটি তুলে আনেন। এর ভেতরে ৮৮৬ রাউন্ড বন্দুকের গুলি, চারটি ম্যাগজিন, ১১টি চার্জার ও ২টি গুলির বাক্স পান। পুলিশকে খবর দেয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে এসব মালামাল থানায় নিয়ে যায়।

Leave a comment