দর্শনাকে উপজেলা করণের দাবিতে এবার একাত্মতা প্রকাশ করলো রামাযুস ক্লাব

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা করণের দাবিতে দিনদিন সোচ্চার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তি প্রতিষ্ঠানগুলো। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দর্শনাকে উপজেলা করণের দাবিতে আন্দোলনের আহ্বান করা হয়। দর্শনাকে উপজেলার দাবি নামে একটি আইডি খোলা হয়েছে। এ আইডিতে উপজেলার দাবিতে সাড়া মিলেছে ব্যাপক। এরপর একে একে শুরু হয়েছে আন্দোলনের ঝড়। শুরু হয়েছে সভা-সমাবেশ ও আকাত্মতা প্রকাশের হিড়িক। এবার উপজেলার দাবিতে মাঠে নেমেছে দর্শনা রামনগর মাথাভাঙ্গা যুব সংঘ। গতকাল মঙ্গলবার বিকেলে মেমনগর ফুটবল মাঠে উপজেলার দাবিতে করা হয়েছে সভা। ক্লাবের সভাপতি ফয়সালের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, হাতেম মণ্ডল, প্যানেল মেয়র রেজাউল ইসলাম, সাংবাদিক হানিফ মণ্ডল, নিপুন, আশরাফুল, রেজাউল, হাসান, ফলেহার, রাজন, রিপন, সবুজ, রিমোন, নাহিদ, আমির, লোমান, অন্তর, বাক্কা, সোনা, রানা প্রমুখ।

Leave a comment