আলমডাঙ্গা মুন্সিগঞ্জের নেশাখোর মনিরের কাণ্ড : সাইকেলের চেন দিয়ে মাকে মারধর

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের মাদকাসক্ত মনিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে তার পরিবার। যখন তখন সে চড়াও হয় পরিবারের লোকজনের ওপর। মারধর করে হাতের কাছে যা পায় তাই দিয়ে। বেপরোয়া মনিরের হাত থেকে বাঁচতে চায় তার পরিবারের সবাই।

জানা গেছে, জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের মৃত শামসুল আলম ঠাণ্ডুর ছেলে মনিরুজ্জামান মনির মাদকাসক্ত যুবক। সে নেশার টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনের ওপর চড়াও হয়। গতকাল মঙ্গলবার সে নেশার টাকা না পেয়ে সাইকেলের চেন দিয়ে তার মা সাবিনা খাতুনকে বেদম মারপিট করে। নেশাখোর মনিরের হাত থেকে পরিবারের সবাই বাঁচতে চায়। এ জন্য এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a comment