মেহেরপুর অফিস: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অলোচনাসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, জেলা বাজার অনুসন্ধান কর্মকর্তা শহিদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোফাকখারুল ইসলাম প্রমুখ।