মাথাভাঙ্গা ডেস্ক: ‘সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উদযাপন হয়েছে গতকাল সোমবার। চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিশ্ব খাদ্য অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিলো শোভযাত্রা ও আলোচনসভা।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মতবিনিময়সভা গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি এ সভার আয়োজন করে। খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল আলম শেখ, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য রওফুন নাহার রিনা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সদস্য লুৎফর রহমান, ভাসানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক লিটু বিশ্বাস, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড, আলমগীর হোসেন। খাদ্য অধিকার বাংলাদেশের জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য জহির রায়হান। প্রবন্ধ পাঠ করেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম। আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, জেলা কৃষি জনমূল্য কমিশনের সহসভাপতি আবু সুফিয়ান বিল্লাল, উদীচী জেলা কমিটির সভাপতি অ্যাড, নওশের আলী, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা লোকমোর্চার সহসভাপতি রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার, সিডিএফ’র প্রকল্প সমন্বয়কারী আসমা চুমকি, পাস’র পরিচালক কাতব আলী। বক্তাগণ সকল মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের নিশ্চয়তা প্রদান করে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং এ সকল দাবি আদায়ের জন্য দেশের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহব্বান জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিশ্ব খাদ্য দিবস পালনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি হতে জেলা প্রশাসকের চত্বর ঘুরে শিল্পকলা একাডেমিতে র্যালিটি শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলার ২৫টি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন মউক‘র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন। খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, শুধু খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জনই যথেষ্ঠ নয়, খাদ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়া দরকার। এছাড়া বক্তব্য রাখেন, খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে মেহেরপুর জেলা খাদ্য অধিকার প্রচারাভিযান কমিটির সদস্য আনারুল ইসলাম, ইকরামুল হক, তানজির আহম্মেদ, গোলাম কিবরিয়া, সুফিয়া আক্তার, আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর হোসেন।