মামুন ও মানিকের পিতৃ বিয়োগ : ছাত্রদলের শোক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য আহসান হাবিব মামুন ও এহসান হাবিব মানিকের পিতা আলঢী আহম্মেদ ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য জানিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনজরুল জাহিদ এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, গতকালই দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম আহ্ববায়ক খ.ম. ইউসুফ, জেডএম তৌফিক খান ও সোহেল আহম্মেদ মালিক সুজন। আগামী শুক্রবার বাদ আছর মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের অয়োজন করা হয়েছে।

Leave a comment