কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনছার আলীর বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আ. গনি, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল, শিক্ষক মো. মহিউদ্দিন, মো. ফজের আলী, ইজাম উদ্দিন, মহাসিন, সামসুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য রহমত ও আ. হান্নান।