আমঝুপি প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও মানব উন্নয়ন কেন্দ্র মউক যৌথভাবে এ সভার আয়োজন করে। দারিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মোছা. শাহিনা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামারুল ইসলাম। ওয়াচ গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন, ওয়াচ সদস্য মো. এবিএম একরামুল হক ও মোশারেফ হোসেন। আরো বক্তব্য রাখেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। বিদ্যালয়ে ঝরে পড়ারোধ, শতভাগ ভর্তি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বাড়াতে সমাবেশে আলোচনা করা হয়।