ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ২২ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান (২২) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাতিবিলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত সাইদুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ কলেজছাত্র সাইদুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।