জীবননগর ব্যুরো: জীবননগরে ডিবি পুলিশের অভিযানে বাংলা মদসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দৌলৎগঞ্জ বাজার থেকে ১৯ লিটার মদসহ মাদকবিক্রেতা জগদীশ প্রামানিককে আটক করে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস গতকাল সোমবার বিকেলে উপজেলার দৌলৎগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৯ লিটার বাংলা মদসহ দৌলৎগঞ্জপাড়ার মৃত হরিদাশ প্রামাণিকের ছেলে জগদীশ প্রামানিককে (৪৮) আটক করেন। পরে আটককৃত মাদকব্যবসায়ী জগদীশ প্রামানিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়। জগদীশকে আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে থানার ডিউটি অফিসার এসআই আকরাম হোসেন জানিয়েছেন।