জীবননগর ব্যুরো: জীবননগর পুরন্দপুর গ্রামে ডাকাতিকালে গৃহকর্তার বুদ্ধিমত্তায় দু ডাকাতকে গ্রামবাসী আটক করেছে। এ সময় ডাকাতদলের হেঁসোর কোপে আহত হয়েছেন গৃহকর্তা ছাবদার হোসেন (৪৫)। পুলিশ খবর পেয়ে আটক দু ডাকাতকে উদ্ধার করে গতকাল সোমবার থানা হেফাজতে নিয়েছে। আটককৃতরা গরু চোর বলে জানিয়েছে পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত মঙ্গল মণ্ডলের ছেলে ছাবদার হোসেন প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। গত রোববার গভীররাতে ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল ওই বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল গৃহকর্তা ছাবদারের বাড়িতে রাখা নগদ ৬০ হাজার টাকা তাদেরকে দেয়ার জন্য হুমকিধামকি দেয়। কিন্তু ছাবদার টাকা দিতে অস্বীকার করলে ডাকাতদলের সদস্যরা তাকে হেঁসো দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় গৃহকর্তা ছাবদার ডাকাত দলের এক সদস্যকে জাপটিয়ে ধরে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত ওই বাড়িতে হাজির হলে ডাকাতরা পালিয়ে যায়। গৃহকর্তা ও ডাকাতদলের ধস্তাধস্তির সময় এক ডাকাত সদস্য তার পায়ের জুতো ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামবাসী ফেলে যাওয়া জুতা চিনতে পেরে রাতেই ডাকাত দলের ওই সদস্য একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে সানোয়ার হোসেনকে (২৫) আটক করে। পরে আটককৃত ছানোয়ারের তথ্যমতে একই গ্রামের ঘরজামাই দাউদ খাঁর ছেলে আক্তারুল ইসলামকে (৩০) আটক করা হয়। পরবর্তীতে জীবননগর থানা পুলিশকে খবর দেয়া হলে এসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক দু ডাকাত সদস্যকে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় পুলিশ জানায়, আটককৃতরা গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে।