স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হিজলগাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে বেগমপুর এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের হোতা ডিবি পুলিশ পরিচয়দানকারী কোটালী গ্রামের রিপনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিপনকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে রিপনের গ্রেফতারের খবর পেয়ে তার সাঙ্গপাঙ্গরা গা ঢাকা দিয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই শফিকুল ইসলাম, হিজলগাড়ি ক্যাম্প পুলিশের এএসআই মুহিতুর রহমান মুহিত গোপন তথ্যের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজার এলাকায়। এ সময় পুলিশ বাজারে ঘোরাফেরা অবস্থায় বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের দর্শনাপাড়ার আলতাব হোসেনের ছেলে আব্দুল হামিদ ওরফে রিপনকে (২৭) গ্রেফতার করে। পুলিশ বলেছে, আগে থেকেই রিপনসহ তার সাঙ্গপাঙ্গদের নামে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গতপরশু রোববার কোটালী-দর্শনা সড়কে দিনের বেলায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে এরা। এছাড়াও রিপন বিভিন্ন সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে থাকে বলে পুলিশের নিকট তথ্য আছে। এদিকে রিপনকে গ্রেফতারের পর তার সাঙ্গপাঙ্গরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে। আজ গ্রেফতারকৃত রিপনকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।