আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আলোচনা ও পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিদাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ। তিনি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দলকে আরও সুগংগঠিত ও শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, সনি, সুজন। কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বাবু, কলম, জনি, জাহিদ, মারফুল, সোহাগ, মামুন, জিয়া, আলী হোসেন, শফি, শামিম রেজা, আওয়ামী লীগ নেতা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা সাগর আহমেদ, এমদাদুল হক, আনোয়ার চৌধুরী প্রমুখ।