আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদকসেবীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাটে গভীররাতে নেশা করা অবস্থায় রাধিকাগঞ্জ গ্রামের মৃত আবু তাহেরে ছেলে মাদকসেবী জাহাঙ্গীর (৪০), একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাদকসেবী মোহাম্মদ আলী (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে কুরবান আলীকে (৩৭) গ্রেফতার করে। উপজেলা হারদী লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মৃত নবীছদ্দিনের ছেলে মহির আলী ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার এসআই মোস্তাফিজুর রহমান এদেরকে আটক করেন। গতকালই ৫ জনসহ মাদকব্যবসায়ী সালামকেও আদালতে সোপর্দ করা হয়েছে।