স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার সাজাপ্রাপ্ত জালাল ও ওয়ারেন্টভুক্ত আসামি হাটকালুগঞ্জের বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতরাত ১০টার দিকে জালালকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন এএসআই ওহিদুল ইসলাম। আলতাফ হোসেন মল্লিকের ছেলে জালাল একটি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে হাটাকালুগঞ্জের জালাল উদ্দিনের ছেলে বজলুর রহমান আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বলে থানাসূত্রে জানা গেছে।