স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে রিভিউ শুনানিতে পাঁচ পাকিস্তানি নাগরিকসহ আটজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানানো হয়। সাকার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচ পাকিস্তানি হলেন পাকিস্তানে বসবাসরত বিশিষ্ট স্থপতি মুনিব আরজুমান্দ খান, সমাজকর্মী আম্বার হারুণ সায়গল, রাজনীতিবিদ ও মন্ত্রী ইসহাক খান খাকোয়ান, রিয়াজ আহম্মদ নুন যিনি ভিকারুন্নেসা নূনের নাতি এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মিয়া সুমরো। এছাড়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাকার সহপাঠী বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী কূটনীতিক মোহাম্মদ ওসমান সিদ্দিক এবং বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন ও তার মা সাকার পক্ষে সাক্ষ্য দেয়ার আবেদন জানিয়েছেন। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, বিচারের শেষ পর্যায়ে এসে এ ধরনের আবেদন নজিরবিহীন। তিনি বলেন, রিভিউ আবেদনের সময় শেষ, যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষী অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। গত ১৪ অক্টোবর সাকার পক্ষে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। ওইদিনই আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাকা চৌধুরীরর পক্ষে চার পাকিস্তানি নাগরিকসহ পাঁচ বিদেশি নাগরিক সাফাই সাক্ষী দিতে আগ্রহী।