মহেশপুর প্রতিনিধি: মহাষষ্ঠীর মধ্য দিয়ে ঝিনাইদহের মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে এর মধ্যে ১৯টি পূজামণ্ডপ রয়েছে ঝুকিপূর্ণ। মহেশপুর উপজেলায় এ বছর ৩৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। গতবারের থেকে এবার ২টি পূজামণ্ডপ বেশি হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন জানান, ৩৯টি মধ্যে ১৯টি পূজামণ্ডপ তাদের তালিকায় ঝুকিপূর্ণ হিসেবে আছে। এর মধ্যে ৫টির অধিক ঝুকিপূর্ণ। গত শনিবার বিকেল থেকে পূজামণ্ডপগুলিতে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে এবং পুলিশের মোবাইল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপের প্রধান গেটগুলো নির্মাণ করা হয়েছে আকর্ষনীয় করে। পূজা মণ্ডপের আশে পাশে পসরা সাজিয়ে বসেছে ছোট বড় নানান ধরনের দোকানীরা। এদিকে পূজামণ্ডপ এলাকায় সতর্কাবস্থায় রয়েছেন পুলিশ, ৱ্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। মহেশপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রবির কুমার জানান, এ বছর মহেশপুর উপজেলায় মোট ৩৯টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে মহেশপুর পৌর সভায় ১০টি, এসবিকে ইউনিয়নে ৮টি, ফতেপুর ইউনিয়নে ৬টি, শ্যামকুড় ইউনিয়নে ৪টি, নাটিমা ইউনিয়নে ২টি, আজমপুর ইউনিয়নে ২টি, মান্দারবাড়িয়া ইউনিয়নে ৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।