ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুর বিজিবি সদস্যরা হুদাপাড়া মাঠ থেকে অবৈধ যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। জগন্নাথপুর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ১টার সময় ক্যাম্প কমান্ডার হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান হুদাপাড়া গ্রামের মাঠে। এ সময় মাদকব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ হাজার ২শ পিচ অবৈধ যৌনউত্তেজক ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।